AN ART EXHIBITION ORGANIZED BY STUDIO RAMDHANU, SUPPORTED BY MOTILE ART
Pablo Picasso said, "Every child is an artist. The problem is how to remain an artist once we grow up". To record some moments of growing up, an well-known organization of Kolkata called Ramdhanu initiate an workshop with some newbie artists which was held between 2nd june and 4th june, 2022. Some enthusiastic artists named Prasanta Kumar Roy, Pijush Sinha, Bapan Sing and Anupam Halder has conducted that workshop with their hard work and polite voulenteer. Thirty (30) young participants were there who later divided into two different groups (A and B) . Our organization Motile art has decide to be on their side and help them to show their works on our official website . Our organizers Mr. Chayan Das Thakur and Mr. Sushanta Mistri has spread their helping hands to moderate the workshop, also this online exhibition. We hope that you will enjoy these creations of some imaginative and creative minds .
GROUP A
GROUP B
চিরায়িত ও চিরন্তন নৈসর্গিক প্রকৃতিকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ভূত রং, রেখা, শব্দ বা রূপকের আশ্রয়ে প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে সঞ্চারের মাধ্যমে একটি পরিচয় বোধের সঞ্চারণ ঘটানোকেই শিল্প বলা হয়। এই কথা মাথায় রেখে মানুষের নিজস্ব চিন্তা ভাবনার আলোকে কোন কিছু নতুন করে তৈরি করার তাগিদে ‘স্টুডিও রামধনু’-র কর্মকর্তাগণ, ছোট ছোট ছেলে- মেয়েদের এক শিল্প কর্মশালার আয়োজন করেন, “মোটাইল আর্ট”– এর সহযোগিতায়। ২ রা জুন থেকে ৪ঠা জুন ২০২২। মোট ৩০ জন ছাত্র-ছাত্রী ঐ শিল্প কর্মশালায় অংশগ্রহণ করে। বহিরাগত (অতিথি শিল্পী) ও স্থানীয় শিল্প প্রশিক্ষকগন কর্মশালার প্রতিটি অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের যত্নসহকারে প্রশিক্ষণ দেন ও অঙ্কনের নানা প্রশ্নের উত্তর দেন।
সংস্থার পক্ষ থেকে সকল অংশগ্রহণ ছাত্র ছাত্রী, প্রশিক্ষক ও আগত অভিভাবকগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
বিনীত- স্টুডিও রামধনু শ্রী প্রশান্ত কুমার রায় সোনারপুর, কলকাতা, ৭০০১৫০
Contact for online Exhibition Mail us: [email protected] Ph. No.- +918145448965 / +9198624644761