চিরায়িত ও চিরন্তন নৈসর্গিক প্রকৃতিকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ভূত রং, রেখা, শব্দ বা রূপকের আশ্রয়ে প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে সঞ্চারের মাধ্যমে একটি পরিচয় বোধের সঞ্চারণ ঘটানোকেই শিল্প বলা হয়। এই কথা মাথায় রেখে মানুষের নিজস্ব চিন্তা ভাবনার আলোকে কোন কিছু নতুন করে তৈরি করার তাগিদে ‘স্টুডিও রামধনু’-র কর্মকর্তাগণ, ছোট ছোট ছেলে- মেয়েদের এক শিল্প কর্মশালার আয়োজন করেন, “মোটাইল আর্ট”– এর সহযোগিতায়। ২ রা জুন থেকে ৪ঠা জুন ২০২২। মোট ৩০ জন ছাত্র-ছাত্রী ঐ শিল্প কর্মশালায় অংশগ্রহণ করে। বহিরাগত (অতিথি শিল্পী) ও স্থানীয় শিল্প প্রশিক্ষকগন কর্মশালার প্রতিটি অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের যত্নসহকারে প্রশিক্ষণ দেন ও অঙ্কনের নানা প্রশ্নের উত্তর দেন।
সংস্থার পক্ষ থেকে সকল অংশগ্রহণ ছাত্র ছাত্রী, প্রশিক্ষক ও আগত অভিভাবকগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
বিনীত-
স্টুডিও রামধনু
শ্রী প্রশান্ত কুমার রায়
সোনারপুর, কলকাতা, ৭০০১৫০